চরচা ডেস্ক

চীন-মঙ্গোলিয়া সীমান্তের কাছে তিনটি এলাকায় ১০০টির বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) বসিয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্স আমেরিকার পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনের সূত্রে জানায়, এই ক্ষেপণাস্ত্রগুলো অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখল করার জন্য সামরিকভাবে প্রস্তুত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে চীন।
রিপোর্টে আরও জানানো হয়, চীন এমনভাবে তাদের সামরিক শক্তি সাজাচ্ছে, যেন যুদ্ধের সময় মার্কিন বাহিনী সেখানে হস্তক্ষেপ করতে না পারে। পাশাপাশি অনেক দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম সামরিক কৌশল তৈরি করছে চিন।
অন্যদিকে চীন দাবি করেছে, নিজেদের আত্মরক্ষার জন্য এই অস্ত্র রাখা হয়েছে। চীন আগে থেকে কাউকে আক্রমণ করবে না এবং মার্কিন রিপোর্টটিকে ‘মিথ্যা অপপ্রচার’ হিসেবে আখ্যা দিয়েছে তারা।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়ার সাথে মিলে পরমাণু অস্ত্র কমানোর কথা বললেও, চীন এই ধরনের কোনো আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়।
চীনের কাছে প্রায় ৬০০টি পরমাণু অস্ত্র রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যাবে।

চীন-মঙ্গোলিয়া সীমান্তের কাছে তিনটি এলাকায় ১০০টির বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) বসিয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্স আমেরিকার পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনের সূত্রে জানায়, এই ক্ষেপণাস্ত্রগুলো অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখল করার জন্য সামরিকভাবে প্রস্তুত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে চীন।
রিপোর্টে আরও জানানো হয়, চীন এমনভাবে তাদের সামরিক শক্তি সাজাচ্ছে, যেন যুদ্ধের সময় মার্কিন বাহিনী সেখানে হস্তক্ষেপ করতে না পারে। পাশাপাশি অনেক দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম সামরিক কৌশল তৈরি করছে চিন।
অন্যদিকে চীন দাবি করেছে, নিজেদের আত্মরক্ষার জন্য এই অস্ত্র রাখা হয়েছে। চীন আগে থেকে কাউকে আক্রমণ করবে না এবং মার্কিন রিপোর্টটিকে ‘মিথ্যা অপপ্রচার’ হিসেবে আখ্যা দিয়েছে তারা।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়ার সাথে মিলে পরমাণু অস্ত্র কমানোর কথা বললেও, চীন এই ধরনের কোনো আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়।
চীনের কাছে প্রায় ৬০০টি পরমাণু অস্ত্র রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যাবে।