চরচা ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পাশের দুটি মাঠে আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষামূলক হেলকপ্টার ওঠানামা করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, “বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, আগামীকাল ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।’’
পোস্টে বলা হয়েছে, ‘‘এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।”
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। তার নিরাপত্তার দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয় এসএসএফকে।
সেদিনই এসএসএফ ও পিজিআর সদস্যরা এভারকেয়ার এলাকার নিরাপত্তার দায়িত্ব নেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পাশের দুটি মাঠে আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষামূলক হেলকপ্টার ওঠানামা করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, “বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, আগামীকাল ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।’’
পোস্টে বলা হয়েছে, ‘‘এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।”
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। তার নিরাপত্তার দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয় এসএসএফকে।
সেদিনই এসএসএফ ও পিজিআর সদস্যরা এভারকেয়ার এলাকার নিরাপত্তার দায়িত্ব নেন।