ট্রেক্সাস উপকূলে মেক্সিকোর বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ট্রেক্সাস উপকূলে মেক্সিকোর বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬
ছবি: সংগৃহীত

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ২ বছর বয়সী এক দগ্ধ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। বিমানটি শিশুটিকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে স্থানান্তরের মানবিক মিশনে থাকার সময়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় সোমবার বিকেলে গ্যালভাস্টন দ্বীপের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর রয়টার্সের।

নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। এর মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক। আটজনের মধ্যে দুজন প্রাণে বেঁচে গেছেন। ফ্লাইটটি মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর মেরিদা থেকে শিশুটিকে বহন করছিল।

কর্মকর্তারা জানান, সোমবার দগ্ধ রোগীদের নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাসপাতালে যাওয়ার পথে মেক্সিকোর নৌবাহিনীর এ বিমান গ্যালভেস্টন উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়।

মেক্সিকোর স্থানীয় সম্প্রচারমাধ্যম এন+ জানিয়েছে, দুই বছর বয়সী শিশুটি ফুটন্ত পানির ছিটায় গুরুতর দগ্ধ হয়েছিল। কিন্তু তার নিজ শহর এসকারসেগার আশপাশের বিভিন্ন হাসপাতাল এত গুরুতর দগ্ধের চিকিৎসা করার সক্ষমতা না থাকার কারণে প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে মেরিদার একটি হাসপাতালে শিশুটির পরিবারকে ‘মিশু ই মাউ ফাউন্ডেশন’-এর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। এই সংস্থাটি গুরুতরভাবে দগ্ধ মেক্সিকান শিশুদের সহায়তা করে।

এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

সম্পর্কিত