সামগ্রিকভাবে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সামগ্রিকভাবে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ার।ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পক্ষে মত দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির কাছে উদ্বেগ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বুধবার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে তিনি এ উদ্বেগের কথা জানান।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘‘উনারা (নির্বাচন কমিশন) তিন বাহিনী প্রধানের সাথে মিটিং করেছেন এবং আশ্বাস পেয়েছেন যে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আমাদের দেশপ্রেমিক বাহিনীর ওপরে আমরা আস্থা রাখতে চাচ্ছি। কিন্তু সামগ্রিকভাবে আমরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি।’’

সুষ্ঠু ভোট আয়োজনে ইসির প্রতি আস্থা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে। এখানে ফ্যাসিবাদের অনেক দোসর রয়েছে। নির্বাচনটা আয়োজন করবে নির্বাচন কমিশনই। আমরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। আমরা সেগুলো রিপোর্ট করেছি। আমরা বলেছি আঞ্চলিক অফিসগুলো যদি সক্রিয় করা যায়, তাহলে ১২ তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করা সম্ভব।’’

১২ ফেব্রুয়ারি ভোট নিয়ে কোন সন্দেহ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে, কিন্তু সেই আশঙ্কাটা মানিয়ে আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে বলেছি যাতে ফেব্রুয়ারি ১২ তারিখে ইলেকশনটা করা যায়। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পেছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে।’’

সম্পর্কিত