
দুবাই এয়ার শো’তে তেজাস মাল্টিরোল ফাইটার বিধ্বস্ত হওয়ায় মুখ পুড়েছে ভারতের। ৪২ বছর ধরে নিজেদের ফাইটার তৈরির যে স্বপ্ন, সেটি তেজাসে বাস্তবায়িত হলেও এর সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তেজাস রপ্তানির স্বপ্নেও বড় ধাক্কা লেগেছে।

দুবাইয়ের আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে চলছিল এই বিমান প্রদর্শনী। দুপুরের পর একটি অ্যারোবেটিক ডিসপ্লে দেখানোর সময় তেজস জেটটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায়, ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।