এবার কলম্বিয়াকে ট্রাম্পের হুমকি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এবার কলম্বিয়াকে ট্রাম্পের হুমকি
কলম্বিয়ার কয়েকজন সেনা। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়াতে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

শনিবার ভোরে এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিউইয়র্কে নিয়ে যায় মার্কিন বাহিনী। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলম্বিয়া সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করলেন ট্রাম্প।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “কলম্বিয়াও খুব অসুস্থ, দেশটি একজন অসুস্থ মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি আর বেশিদিন এটি করতে পারবেন না।”

কলম্বিয়ায় কোনো সামরিক অভিযান চালানো হবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প উত্তর দেন, “এটি (সামরিক অভিযান) আমার কাছে দারুণ কাজ মনে হচ্ছে।”

ট্রাম্পের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বোগোতা। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এটি একজন নির্বাচিত নেতার বিরুদ্ধে অগ্রহণযোগ্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই মন্তব্য দেশটির অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ।”

বিশ্লেষকদের মতে, লাতিন আমেরিকার দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের এই নীতি ওই অঞ্চলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।

সম্পর্কিত