নির্বাচন ঘিরে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের দূতাবাসের সতর্কতা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নির্বাচন ঘিরে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের দূতাবাসের সতর্কতা
নতুন করে সতর্কতা দিয়েছে মার্কিন দূতাবাস। ছবি: ফেসবুক

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আমেরিকার নাগরিকদের নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। আজ সোমবার জারি করা এই সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচন ঘিরে সহিংসতা বাড়তে পারে। এ কারণে মার্কিন নাগরিকেরা যেন ভিড় এড়িয়ে চলে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত এক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়। ওই পোস্টে বলা হয়, ‘‘বাংলাদেশের নির্বাচন কমিশন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পরবর্তী সংসদীয় নির্বাচন এবং একটি জাতীয় গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠতে পারে।’’

মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওই পোস্টে আরও বলা হয়, ‘‘মনে রাখতে হবে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভগুলোও মুখোমুখি অবস্থানে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। আপনাদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যেকোনো বড় জমায়েতের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।’’

এ ব্যাপারে মার্কিন নাগরিকদের কিছু করণীয় জানানো হয়েছে পোস্টে। সেগুলো হলো–

  • আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন।
  • আপডেটের জন্য স্থানীয় গণমাধ্যমে নজর রাখুন।
  • ভিড় এড়িয়ে চলুন।
  • বিক্ষোভ এড়িয়ে চলুন।

কোনো ধরনের সহায়তার জন্য মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সম্পর্কিত