চরচা ডেস্ক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে দাবানলে হাজার হাজার হেক্টর বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। রাজ্যের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজ্যের কেন্দ্রীয় উপকূল অঞ্চলের ফেগানস বে ও ওয়াই ওয়াই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলটিতে প্রায় সাড়ে তিন লাখ জনগণ বসবাস করে।রাজধানী সিডনি থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত অঞ্চলটি।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসির তথ্য অনুযায়ী, দাবানলে অঞ্চলটিতে ১৬টি বাড়ি পুড়ে গেছে।
রাজ্যের রুরাল ফায়ার সার্ভিস ওয়েবসাইটে জানিয়েছে, যদি ওয়াই ওয়াই অঞ্চলের দিকে পথ ভালো থাকে, তবে এখনই সেখানে চলে যান।
নিউ সাউথ ওয়েলসে ৪২ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ অঞ্চলে দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ব্যুরো অব মেটিওরোলজি।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে বলেন, “দয়া করে একে অপরের খেয়াল রাখুন এবং কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলুন।”
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাত পর্যন্ত রাজ্যজুড়ে ৫০টিরও বেশি স্থানে দাবানল জ্বলছিল। এর মধ্যে রাজ্যের ‘আপার হান্টার’ এলাকার একটি দাবানল সর্বোচ্চ জরুরি বিবেচনায় রয়েছে। যা প্রায় ১০ হাজার হেক্টর এলাকা পুড়িয়ে দিয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানান, অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি ভালো মৌসুম কাটানোর পরে এবারের গ্রীষ্মে বুশফায়ারের ঝুঁকি বেশি থাকবে। ২০১৯-২০২০ সালের ‘ব্ল্যাক সামার’ দাবানলে অস্ট্রেলিয়ার বড় একটি এলাকা ধ্বংস হয়েছিল। ওই দাবানলে ৩৩ জন মারা গিয়েছিল।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে দাবানলে হাজার হাজার হেক্টর বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। রাজ্যের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজ্যের কেন্দ্রীয় উপকূল অঞ্চলের ফেগানস বে ও ওয়াই ওয়াই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলটিতে প্রায় সাড়ে তিন লাখ জনগণ বসবাস করে।রাজধানী সিডনি থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত অঞ্চলটি।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসির তথ্য অনুযায়ী, দাবানলে অঞ্চলটিতে ১৬টি বাড়ি পুড়ে গেছে।
রাজ্যের রুরাল ফায়ার সার্ভিস ওয়েবসাইটে জানিয়েছে, যদি ওয়াই ওয়াই অঞ্চলের দিকে পথ ভালো থাকে, তবে এখনই সেখানে চলে যান।
নিউ সাউথ ওয়েলসে ৪২ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ অঞ্চলে দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ব্যুরো অব মেটিওরোলজি।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে বলেন, “দয়া করে একে অপরের খেয়াল রাখুন এবং কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলুন।”
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাত পর্যন্ত রাজ্যজুড়ে ৫০টিরও বেশি স্থানে দাবানল জ্বলছিল। এর মধ্যে রাজ্যের ‘আপার হান্টার’ এলাকার একটি দাবানল সর্বোচ্চ জরুরি বিবেচনায় রয়েছে। যা প্রায় ১০ হাজার হেক্টর এলাকা পুড়িয়ে দিয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানান, অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি ভালো মৌসুম কাটানোর পরে এবারের গ্রীষ্মে বুশফায়ারের ঝুঁকি বেশি থাকবে। ২০১৯-২০২০ সালের ‘ব্ল্যাক সামার’ দাবানলে অস্ট্রেলিয়ার বড় একটি এলাকা ধ্বংস হয়েছিল। ওই দাবানলে ৩৩ জন মারা গিয়েছিল।