রাখাইনের হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রাখাইনের হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
মিয়ানমারের জান্তাবাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি হাসপাতালে মিয়ানমারের সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৮ জন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে সামরিক জান্তা দেশটির বিভিন্ন স্থানে বিভিন্ন হামলা চালাচ্ছে।

আগামী ২৮ ডিসেম্বর থেকে মিয়ানমারে নির্বাচন হওয়ার কথা। জান্তা বলছে, এই নির্বাচনই নাকি সংঘাত নিরসনের পথ। তবে বিদ্রোহী গোষ্ঠীগুলো ঘোষণা দিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ভোট হতে দেবে না। এসব এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে জান্তা সম্প্রতি তীব্র হামলা জোরদার করেছে।

জান্তার পক্ষ থেকে এ নিয়ে তাৎক্ষণিক মন্তব্য পায়নি এএফপি।

সম্পর্কিত