চরচা প্রতিবেদক

ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে কবি সেলিম বালা দল ছেড়েছিলেন আগেই। এবার পেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি।
আজ বুধবার এনসিপির ১২৫ আসনের প্রার্থী তালিকায় গৌরীপুর থেকে প্রার্থী হিসেবে জায়গা পেয়েছেন তিনি।
গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামের সেলিম বালা ২০১৮ সালেও বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। এবার দীর্ঘদিন ধরেই এলাকায় গণসংযোগ চালিয়ে যান। কিন্তু ৩ নভেম্বর বিএনপি ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন দেয় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে। এর পরপরই ২৩ নভেম্বর নিজেই দলের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ান সেলিম বালা। তার একটি ফেসবুক পোস্ট থেকেই বোঝা যায় —নতুন দলে যাচ্ছেন তিনি।
এনসিপির প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়ে সেলিম বালা বলেন, ‘’মনোনয়ন না পাওয়া সমস্যা না, সমস্যা হলো দলের অবস্থান।‘’ তিনি আরও বলেন, “বিএনপির বর্তমান রাজনীতি আমার বিশ্বাসের জায়গার সঙ্গে যায় না। এনসিপি তরুণদের সুযোগ দিচ্ছে, কাজ করার সুযোগ দিচ্ছে। আমি লড়াই করব, আশা করি জয় নিয়েই ফিরব।”

ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে কবি সেলিম বালা দল ছেড়েছিলেন আগেই। এবার পেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি।
আজ বুধবার এনসিপির ১২৫ আসনের প্রার্থী তালিকায় গৌরীপুর থেকে প্রার্থী হিসেবে জায়গা পেয়েছেন তিনি।
গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামের সেলিম বালা ২০১৮ সালেও বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। এবার দীর্ঘদিন ধরেই এলাকায় গণসংযোগ চালিয়ে যান। কিন্তু ৩ নভেম্বর বিএনপি ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন দেয় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে। এর পরপরই ২৩ নভেম্বর নিজেই দলের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ান সেলিম বালা। তার একটি ফেসবুক পোস্ট থেকেই বোঝা যায় —নতুন দলে যাচ্ছেন তিনি।
এনসিপির প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়ে সেলিম বালা বলেন, ‘’মনোনয়ন না পাওয়া সমস্যা না, সমস্যা হলো দলের অবস্থান।‘’ তিনি আরও বলেন, “বিএনপির বর্তমান রাজনীতি আমার বিশ্বাসের জায়গার সঙ্গে যায় না। এনসিপি তরুণদের সুযোগ দিচ্ছে, কাজ করার সুযোগ দিচ্ছে। আমি লড়াই করব, আশা করি জয় নিয়েই ফিরব।”