খালেদা জিয়ার বিদেশযাত্রা ‘অনিশ্চিত’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
খালেদা জিয়ার বিদেশযাত্রা ‘অনিশ্চিত’
খালেদা জিয়া। ফাইল ছবি: সুদীপ্ত সালাম

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার দল বলছে, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চেয়ারপারসনকে বিদেশে নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ‘প্রস্তুত আছে’ বলেও জানানো হয়েছে।

আজ শনিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “মেডিকেল বোর্ডের সদস্যরা জরুরি সভা করে সিদ্ধান্ত নিয়েছিল ওই মুহূর্তে বেগম খালেদা জিয়ার ফ্লাই করা ঠিক হবে না। সেজন্য বিদেশ নেওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে।”

গত বৃহস্পতিবার দুপুরে জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত বা পরদিন ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে।

পরে রাতে বিএনপির প্রেস উইং জানায়, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা, সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা দেরি হবে।

শুক্রবার ঢাকাস্থ কাতার দূতাবাস জানায়, দেশটির সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে খালেদা জিয়ার জন্য শনিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স আসবে।

খালেদা জিয়ার লন্ডনযাত্রা নিয়ে নানা আলোচনার মধ্যে শনিবার বিকেলে জাহিদ হোসেন বলেন, “এই মুহূর্তে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই- এমনটা মত দিয়েছে মেডিকেল বোর্ড। তবে বিদেশ লন্ডনযাত্রার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। যান্ত্রিক ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি এটি যেমন সত্য। তেমনি এই মুহূর্তে খালেদা জিয়া ফ্লাই করার মত পরিস্থিতিতে নেই এটিও সত্য।”

“তাই মেডিকেল বোর্ডের পরামর্শ মতে অ্যাম্বুলেন্সসহ সকল প্রস্তুতি নেওয়া আছে। মেডিকেল বোর্ড বললে তাৎক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে। আপনারা জানেন, আকাশে ফ্লাই করলে বাতাসের চাপের পরিবর্তনের কারণে মানুষের দেহে এর বিরূপ প্রভাব পড়ে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করা একজন অসুস্থ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। সে বিবেচনা থেকেই মেডিকেল বোর্ড মনে করছে, এই মুহূর্তে তাকে ফ্লাই করানো উচিত হবে না। দেশ-বিদেশের চিকিৎসকরা মিলে তার চিকিৎসার সর্বোচ্চটুকু নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশাবাদী, বেগম খালেদা জিয়া আগেও যেভাবে শারীরিক প্রতিকূলতা কাটিয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন এবারও একইভাবে তিনি ফিরবেন।”

খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, “সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব শোনা যাচ্ছে। দয়া করে, দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা নির্দশন স্বরূপ ফ্যাক্টের বাইরে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করবেন না। দোয়া করেন। সবসময় আল্লাহর রহমতে এরচেয়ে প্রতিকূল অবস্থায় তিনি সুস্থ হয়েছেন। মেডিকেল বোর্ড যখন মনে করবে তাকে বিদেশে নেওয়া যাবে, তখন নেওয়া হবে। বিভ্রান্ত হবে না। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। কাতার এবং আমাদের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে।”

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড বিএনপি নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে সদস্য হিসেবে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। তিনি লন্ডন থেকে শুক্রবার ঢাকায় ফিরেই শাশুড়িকে দেখতে হাসপাতালে যান।

সম্পর্কিত