চরচা প্রতিবেদক

রাজধানীর তুরাগ এলাকার একটি দশতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ভবনটি থেকে ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। ভোর ৫টা ৫০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ৫টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। ভবনের ৫ম তলায় আগুনের সূত্রপাত। উত্তরা ফায়ার স্টেশনের দুটি, পল্লবীর দুটি, টঙ্গীর দুটি এবং কুর্মিটোলার একটি— মোট সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টা ১৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার পর পাঁচতলার ওপরের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে দ্রুত ভবনের ছাদে নেওয়া হয়। পরে আগুন নিয়ন্ত্রণে এলে নিরাপদে সিঁড়ি পথে নিচে নামিয়ে আনা হয়। উদ্ধার হওয়া ২৩ জনের মধ্যে পাঁচজন সামান্য আহত হয়েছেন, তবে কারও অবস্থা গুরুতর নয়।

রাজধানীর তুরাগ এলাকার একটি দশতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ভবনটি থেকে ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। ভোর ৫টা ৫০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ৫টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। ভবনের ৫ম তলায় আগুনের সূত্রপাত। উত্তরা ফায়ার স্টেশনের দুটি, পল্লবীর দুটি, টঙ্গীর দুটি এবং কুর্মিটোলার একটি— মোট সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টা ১৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার পর পাঁচতলার ওপরের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে দ্রুত ভবনের ছাদে নেওয়া হয়। পরে আগুন নিয়ন্ত্রণে এলে নিরাপদে সিঁড়ি পথে নিচে নামিয়ে আনা হয়। উদ্ধার হওয়া ২৩ জনের মধ্যে পাঁচজন সামান্য আহত হয়েছেন, তবে কারও অবস্থা গুরুতর নয়।