চরচা প্রতিবেদক

দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রচারিত উত্তেজনার খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক ভলান্টিয়ার– ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ১৯৮৫ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়ে আসছে, যা স্বেচ্ছাসেবীদের কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ দিন।
ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার তৈরির কার্যক্রমের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘’সারা দেশে ৬২ হাজার ভলান্টিয়ার গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে এবং ইতোমধ্যে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রশিক্ষিত হয়েছেন। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো বড় দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা অপরিহার্য।‘’
তিনি জানান, বড় দুর্যোগে পেশাদার বাহিনী একা সব সামাল দিতে পারে না। তাই স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। আজকের মহড়ায় ভলান্টিয়ারদের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবশিষ্ট থাকা অস্ত্র উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘’সরকার এ বিষয়ে ব্যর্থ নয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের বাইরে কোনো ভারী অস্ত্র নেই।‘’
পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে সাবেক কর্মকর্তাদের আপত্তির বিষয়ে তিনি বলেন, ‘’আইন জনগণের স্বার্থেই প্রণয়ন করা হয়। নতুন আইনটি জনগণের সেবাকে আরও সহজ করতে সহায়ক হবে।‘

দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রচারিত উত্তেজনার খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক ভলান্টিয়ার– ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ১৯৮৫ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়ে আসছে, যা স্বেচ্ছাসেবীদের কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ দিন।
ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার তৈরির কার্যক্রমের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘’সারা দেশে ৬২ হাজার ভলান্টিয়ার গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে এবং ইতোমধ্যে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রশিক্ষিত হয়েছেন। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো বড় দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা অপরিহার্য।‘’
তিনি জানান, বড় দুর্যোগে পেশাদার বাহিনী একা সব সামাল দিতে পারে না। তাই স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। আজকের মহড়ায় ভলান্টিয়ারদের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবশিষ্ট থাকা অস্ত্র উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘’সরকার এ বিষয়ে ব্যর্থ নয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের বাইরে কোনো ভারী অস্ত্র নেই।‘’
পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে সাবেক কর্মকর্তাদের আপত্তির বিষয়ে তিনি বলেন, ‘’আইন জনগণের স্বার্থেই প্রণয়ন করা হয়। নতুন আইনটি জনগণের সেবাকে আরও সহজ করতে সহায়ক হবে।‘