জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি: বাসস

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘পলিসি সামিট ২০২৬’। আজ মঙ্গলবার সকালে সামিটটি শুরু হয়। এটি বিভিন্ন সেশনে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পলিসি সামিটে যোগ দিয়েছেন ভারতসহ ৩০টি দেশের প্রতিনিধি।

সামিটের শুরুতে কি-নোট উপস্থাপন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা।

এ সময় নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা প্রকাশ করে জামায়াত।

সামিটে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার , বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব শাহদীন মালিক, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান প্রমুখ।

সম্পর্কিত