চীন-ভারতসহ কয়েক দেশের পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপ মেক্সিকোর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চীন-ভারতসহ কয়েক দেশের পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপ মেক্সিকোর
ছবি: রয়টার্স

চীন ও ভারতসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। এমন একটি সময়ে এই শুল্কারোপের ঘোষণা এলো, যখন চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করা নিয়ে ওয়াশিংটনের ব্যাপক চাপের মুখে ছিল মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর এই শুল্ক ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

স্থানীয় সময় বুধবার দেশটির সিনেট থেকে এই শুল্কারোপের অনুমোদন আসে। এর আগে নিম্নকক্ষে পাস হয় এই প্রস্তাব। এর অধীনে ২০২৬ সাল থেকে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াসহ মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি নেই- এমন দেশগুলো থেকে আসা অটো, অটো পার্টস, টেক্সটাইল, পোশাক, প্লাস্টিক এবং স্টিলের মতো নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত নতুন শুল্ক বৃদ্ধি বা আরোপ করা হবে। বেশিরভাগ পণ্যের ওপর ৩৫% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

মেক্সিকো সরকারের দাবি, দেশের স্থানীয় শিল্পকে রক্ষা এবং এশিয়া বিশেষ করে চীন থেকে অতিরিক্ত আমদানির ওপর নির্ভরতা কমাতেই এই পদক্ষেপ। চীনের সঙ্গে মেক্সিকোর বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। শুধু ২০২৪ সালেই দেশটি চীন থেকে ১৩০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। সেই রপ্তানির পরিমাণ অনেক কম।

বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা মেক্সিকোর নতুন শুল্ক ব্যবস্থার ওপর নজর রাখবে এবং এর প্রভাব মূল্যায়ন করবে। তবে এই ধরনের পদক্ষেপ বাণিজ্যের স্বার্থকে 'যথেষ্টভাবে ক্ষুন্ন' করবে বলেও সতর্ক করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর সিদ্ধান্তে ভারতের প্রায় এক বিলিয়ন ডলার রপ্তানি ধাক্কা খাবে। শুল্ক বৃদ্ধির কারণে মারাত্মক ক্ষতির মুখে পঢ়বে ভারতের প্রধান গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে রয়েছে- মারুতি সুজুকি, হুন্দাই, নিসান ও ভক্সওয়াগন।

গাড়ির আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করায় ভারতীয় অটোমোবাইল কোম্পানিগুলো তাদের অন্যতম বড় বাজারে কঠিন পরিস্থিতিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের পর মেক্সিককোই বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রপ্তানি বাজার।

ভারতীয় গাড়ি নির্মাতাদের সংগঠনগুলো বলেছে, শুল্ক বৃদ্ধি সরাসরি রপ্তানি হ্রাস করবে। তারা শুল্ক কার্যকর হওয়ার আগে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়কে মেক্সিকোর সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত