চরচা প্রতিবেদক

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু ‘কারিগরি জটিলতায়’ তা সম্ভব হয়নি। এ কারণে তার এই যাত্রা পেছানো হয়। দল থেকে জানানো হয়, জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল শনিবার। কিন্তু একটি সূত্র বলছে, সেটি শনিবারও আসবে না।
শুক্রবার কাতার দূতাবাস থেকে জানানো হয়, শনিবার বিকেল ৫টায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে। তবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার। উড়োজাহাজটির অবতরণে প্রয়োজনীয় অনুমতিসহ সবকিছুই ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
কিন্তু সিভিল অ্যাভিয়েশনের বরাতে আরেকটি তথ্য সামনে আসছে। এতে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে এসে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। ঢাকা ছাড়বে ১০ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টায়।
তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকি বিএনপির পক্ষ থেকেও এ নিয়ে কিছু জানানো হয়নি। তথ্যটি গুজব বলেও এখন পর্যন্ত বলছে না বিএনপির মিডিয়া সেল।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত বা পরদিন ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে।
পরে এদিন রাতে বিএনপির প্রেস উইং জানায়, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে, সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা দেরি হবে।
এদিকে, খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছান। তিনি খালেদা জিয়াকে লন্ডনে নিতে এসেছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু ‘কারিগরি জটিলতায়’ তা সম্ভব হয়নি। এ কারণে তার এই যাত্রা পেছানো হয়। দল থেকে জানানো হয়, জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল শনিবার। কিন্তু একটি সূত্র বলছে, সেটি শনিবারও আসবে না।
শুক্রবার কাতার দূতাবাস থেকে জানানো হয়, শনিবার বিকেল ৫টায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে। তবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার। উড়োজাহাজটির অবতরণে প্রয়োজনীয় অনুমতিসহ সবকিছুই ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
কিন্তু সিভিল অ্যাভিয়েশনের বরাতে আরেকটি তথ্য সামনে আসছে। এতে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে এসে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। ঢাকা ছাড়বে ১০ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টায়।
তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকি বিএনপির পক্ষ থেকেও এ নিয়ে কিছু জানানো হয়নি। তথ্যটি গুজব বলেও এখন পর্যন্ত বলছে না বিএনপির মিডিয়া সেল।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত বা পরদিন ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে।
পরে এদিন রাতে বিএনপির প্রেস উইং জানায়, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে, সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা দেরি হবে।
এদিকে, খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছান। তিনি খালেদা জিয়াকে লন্ডনে নিতে এসেছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।