অষ্ট্রেলিয়ার আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে চার তালেবান কর্মকর্তা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
অষ্ট্রেলিয়ার আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে চার তালেবান কর্মকর্তা
অষ্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ছবি: রয়টার্স

চার তালেবান কর্মকর্তাকে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

স্থানীয় সময় শনিবার এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। খবর রয়টার্সের।

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে জানান, তালেবানের তিন মন্ত্রী এবং তাদের প্রধান বিচারপতির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মেয়েশিশু ও নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাচলের স্বাধীনতা এবং জনজীবনে অংশগ্রহণের সুযোগ সীমিত করে রাখার অভিযোগ রয়েছে।

ওং আরও বলেন, আফগান জনগণের ওপর তালেবানের দমন-পীড়নের বিরুদ্ধে চাপ বাড়াতে নেওয়া অস্ট্রেলিয়ান সরকারের নতুন কাঠামোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর অন্যান্য দেশের সঙ্গে অস্ট্রেলিয়াও আফগানিস্তান থেকে নিজেদের সেনাবাহিনী সরিয়ে নেয়। যারা ন্যাটো-সমর্থিত আন্তর্জাতিক বাহিনীতে যুক্ত ছিল।

তালেবানরা ক্ষমতায় আসার পর থেকেই নারী ও মেয়েশিশুদের ওপর দমনমূলক পদক্ষেপ নিতে শুরু করে। এরমধ্যে রয়েছে শিক্ষা ও কাজের ওপর নিষেধাজ্ঞাসহ নানা বিধিনিষেধ। এসব কারণে কঠোর সমালোচনার মুখে পড়ে তালেবান সরকার।

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে হাজারো নারী ও শিশুকে সরিয়ে এনে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে। তবে এখনও সেখানে বহু মানুষ মানবিক সহায়তার ওপরই নির্ভরশীল।

সম্পর্কিত