নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪
অগ্নিকান্ড। ছবি : চরচা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুরের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে শিশু ও নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে ভোর ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- জরিনা বেগম (৬৫), আলাউদ্দিন (৩৫), সাথীয়া আক্তার (১৪) ও সাইমা(৪)।

আহতদের আত্মীয় সালমা আক্তার বলেন, “আমার ভাতিজিদের বাসায় লাইনের গ্যাসের মাধ্যমে রান্নাবান্নার কাজ চলতো। ভোররাতে গ্যাস লাইনের লিকেজ থেকে তাদের ঘরে গ্যাস জমে যায়। পরে তা থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় আহত হয় আমার ভাতিজিসহ তার পরিবারের ৪ সদস্য।”

পরে আজ সকালে তিনি দগ্ধদের হাসপাতালে নিয়ে আসেন বলে জানান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে জরিনা বেগমের শরীরের ২০ শতাংশ, আলাউদ্দিনের ৪০ শতাংশ, সাথীয়া আক্তারের ১২ শতাংশ এবং সাইমা ৩০ শতাংশ পুড়ে গেছে।

তিরি আরও বলেন, আহতের মধ্যে আলাউদ্দিনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা ওয়ার্ডে রাখা হয়েছে। অন্যান্যদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরকেও ওয়ার্ডে রেফার করা হতে পারে।

বিষয়টি সোনারগাঁও থানা-পুলিশকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন ডা. শাওন।

সম্পর্কিত