ভারতে বাসে আগুন, ১০ জনের মৃত্যু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভারতে বাসে আগুন, ১০ জনের মৃত্যু
ভারতে বাসে আগুন। ছবি: এনডিটিভির সৌজন্যে

ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় ট্রাক ও বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাসটি বেঙ্গালুরু থেকে শিমোগার দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ২টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে বাসটির তেলের ট্যাংক ফেটে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানায়, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি। তবে কয়েকজন যাত্রী বাসের জানালার কাচ ভেঙে প্রাণ বাঁচাতে সক্ষম হন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এই দুর্ঘটনার তুমকুর সড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গোকর্ণগামী এক পর্যটক ভিডিও বার্তায় জানান, সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ায় কয়েক ঘণ্টা যান চলাচল স্থবির হয়ে ছিল।

ভারতে বাসের তেলের ট্যাংকে আঘাত লেগে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত নভেম্বরে তেলেঙ্গানার হায়দরাবাদ–বিজাপুর মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছিলেন।

সম্পর্কিত