৩০০ ফিট সড়কে জনস্রোত, যাচ্ছেন তারেক রহমান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৩০০ ফিট সড়কে জনস্রোত, যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক। তাকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে সমবেত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সরেজমিনে ৩০০ ফিট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও লোকজন সেখানে যোগ দিচ্ছেন।

বর্তমানে ৩০০ ফিট এলাকায় বাস, প্রাইভেট কারসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এই এলাকায় দুদিন আগ থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকে ৩০০ ফিট এলাকায় রাতযাপন করেন।

প্রায় ১৭ বছর পর আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৩৯ মিনিটে সপরিবারের ঢাকায় এসে পৌঁছান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন তিনি ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে যাচ্ছেন।

সম্পর্কিত