চরচা ডেস্ক

নেপালে প্রাণঘাতী বিক্ষোভের পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। গতকাল সোমবার তরুণদের নেতৃত্বে সহিংস বিক্ষোভে অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর এ সিদ্ধান্ত আসে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সরকার, যদিও টিকটকসহ পাঁচটি অ্যাপ চালু ছিল। এর ফলে নেপালের ব্যবসা ও পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ে। প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যায় নাগরিকদের।
সোমবার কাঠমান্ডুসহ সাত শহরে ব্যাপক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, সবচেয়ে বেশি সহিংসতা কাঠমান্ডুতেই ঘটে। ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সরকার জানিয়েছে, সব সামাজিক যোগাযোগমাধ্যম এখন চালু রয়েছে।

নেপালে প্রাণঘাতী বিক্ষোভের পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। গতকাল সোমবার তরুণদের নেতৃত্বে সহিংস বিক্ষোভে অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর এ সিদ্ধান্ত আসে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সরকার, যদিও টিকটকসহ পাঁচটি অ্যাপ চালু ছিল। এর ফলে নেপালের ব্যবসা ও পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ে। প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যায় নাগরিকদের।
সোমবার কাঠমান্ডুসহ সাত শহরে ব্যাপক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, সবচেয়ে বেশি সহিংসতা কাঠমান্ডুতেই ঘটে। ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সরকার জানিয়েছে, সব সামাজিক যোগাযোগমাধ্যম এখন চালু রয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।