মাদুরোকে বন্দী করে দেশের বাইরে নেওয়া হয়েছে, দাবি ট্রাম্পের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মাদুরোকে বন্দী করে দেশের বাইরে নেওয়া হয়েছে, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় এই দাবি করেন তিনি। এ সময় ট্রাম্প আরও বলেন, মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে বাইরে নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ভেনেজুয়েলা সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তারা এই হামলাকে সরাসরি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যে এই হামলা চালানো হয়েছে।

হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কিন্তু তাকে বন্দী করা হয়েছে দাবি করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘‘ভেনেজুয়েলায় বড় আকারে হামলা চালিয়েছে আমেরিকা। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করে দেশ থেকে বাইরে নেওয়া হয়েছে।”

এর আগে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাজধানীতে শনিবার অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে অল্প উচ্চতায় উড়োজাহাজ উড়তে দেখা গেছে।

গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলা ও কলম্বিয়া উপকূলে ‘মাদকবিরোধী অভিযানের’ নামে যুক্তরাষ্ট্র অন্তত ২৬টি সামরিক হামলা চালিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ ও গার্ডিয়ানের তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০০ জন নিহত হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প মাদক পাচার বন্ধে এই অঞ্চলে স্থল হামলার হুমকি দিয়ে আসছিলেন। তিনি বলেছিলেন, এসব অভিযান শিগগিরই শুরু হবে।

সম্পর্কিত