চরচা ডেস্ক

উত্তর আটলান্টিকে দুই সপ্তাহের বেশি সময় ধরে ধাওয়া করার পর ‘মেরিনেরা’ নামক একটি রুশ পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করেছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশঠির ইউরোপীয় কমান্ড।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই যৌথ অভিযানের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, পশ্চিম গোলার্ধের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এমন জাহাজগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ ঘোষণার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ‘বেলা ১’ নামে পরিচিত এই জাহাজটির ওপর ২০২৪ সালে নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। পরবর্তীতে নাম পরিবর্তন করে এটি ‘মেরিনেরা’ রাখা হয়। জাহাজটি ইরান থেকে ভেনেজুয়েলার দিকে যাচ্ছিল। পথে ভেনেজুয়েলা সংলগ্ন জলসীমায় মার্কিন ব্লকেড এড়াতে জাহাজটি আটলান্টিক মহাসাগরের দিকে ফিরে যায়।
রাশিয়া জাহাজটিকে সুরক্ষা দিতে নৌবাহিনী মোতায়েনের চেষ্টা করেছিল বলে জানা গেছে। তবে জাহাজটি জব্দের সময় আশপাশে কোনো রুশ যুদ্ধজাহাজ ছিল না বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ফলে দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে ভেনেজুয়েলা উপকূলে জাহাজটিতে ওঠার একটি মার্কিন প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল এর ক্রুরা। এরপরই দ্রুত জাহাজটিতে রাশিয়ার পতাকা এঁকে দেওয়া হয় এবং রুশ শিপিং রেজিস্ট্রিতে অন্তর্ভুক্ত করা হয়।

উত্তর আটলান্টিকে দুই সপ্তাহের বেশি সময় ধরে ধাওয়া করার পর ‘মেরিনেরা’ নামক একটি রুশ পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করেছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশঠির ইউরোপীয় কমান্ড।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই যৌথ অভিযানের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, পশ্চিম গোলার্ধের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এমন জাহাজগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ ঘোষণার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ‘বেলা ১’ নামে পরিচিত এই জাহাজটির ওপর ২০২৪ সালে নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। পরবর্তীতে নাম পরিবর্তন করে এটি ‘মেরিনেরা’ রাখা হয়। জাহাজটি ইরান থেকে ভেনেজুয়েলার দিকে যাচ্ছিল। পথে ভেনেজুয়েলা সংলগ্ন জলসীমায় মার্কিন ব্লকেড এড়াতে জাহাজটি আটলান্টিক মহাসাগরের দিকে ফিরে যায়।
রাশিয়া জাহাজটিকে সুরক্ষা দিতে নৌবাহিনী মোতায়েনের চেষ্টা করেছিল বলে জানা গেছে। তবে জাহাজটি জব্দের সময় আশপাশে কোনো রুশ যুদ্ধজাহাজ ছিল না বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ফলে দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে ভেনেজুয়েলা উপকূলে জাহাজটিতে ওঠার একটি মার্কিন প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল এর ক্রুরা। এরপরই দ্রুত জাহাজটিতে রাশিয়ার পতাকা এঁকে দেওয়া হয় এবং রুশ শিপিং রেজিস্ট্রিতে অন্তর্ভুক্ত করা হয়।

সিরিয়ার ১৪ বছরের গৃহযুদ্ধের সময় কুর্দি কর্তৃপক্ষ উত্তর-পূর্ব সিরিয়ার পাশাপাশি আলেপ্পোর কিছু অংশে আধা স্বায়ত্তশাসিত শাসনব্যবস্থা গড়ে তোলে। এরপর ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর আহমেদ আল-শারার নেতৃত্বে ইসলামপন্থী সরকার ক্ষমতায় আসে।