‘অতীতের কলঙ্ক মুছতে ভালো নির্বাচনের বিকল্প নেই’

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘অতীতের কলঙ্ক মুছতে ভালো নির্বাচনের বিকল্প নেই’
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ছবি: বাসস

অতীতের অস্বচ্ছ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে দেশের জন্য গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার কুমিল্লার এক কর্মাশালায় এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, “অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ ও ভালো নির্বাচনের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশাসন, পুলিশ ও মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষতা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

কর্মাশালায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব আব্দুল হালিম খান, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

সম্পর্কিত