‘ট্রাম্প কি মোদিকে তুলে নিয়ে যাবেন’–প্রশ্ন কংগ্রেস নেতার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘ট্রাম্প কি মোদিকে তুলে নিয়ে যাবেন’–প্রশ্ন কংগ্রেস নেতার
পৃথ্বীরাজ চাভান। ছবি: এক্সের সৌজন্যে

ভারতের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় কংগ্রেসের এক নেতা। পৃথ্বীরাজ চাভান নামের ওই নেতার প্রশ্ন, ‘ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার মতো করে ভারতের প্রধানমন্ত্রীকেও কি তুলে নিয়ে যাবেন?’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের ওপর আমেরিকার শুল্কারোপ নিয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে পৃথ্বীরাজ চাভান এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতেই ট্রাম্প এই শুল্কারোপ করেছেন। ট্রাম্প চাইলে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন।

একপর্যায়ে চাভান বলেন, ‘‘এখন প্রশ্ন হচ্ছে: ভেনেজুয়েলায় যা হলো, তা কি ভারতেও হবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে যাবেন?”

এই ভিডিওর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করে ভারতীয় জনতা পার্টি বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কঠোর সমালোচনা করেন।

এর বাইরে আরেকটি সাক্ষাৎকারে প্রায় একই মন্তব্য করেন পৃথ্বীরাজ। তিনি বলেন, ভেনেজুয়েলার মতো ভারতেও যদি হামলা হয়, তাহলে ভারতে কী হবে? এই হামলা নিয়ে ভারত চুপ রয়েছে বলেও মন্তব্য করেন এই নেতা। ভেনেজুয়েলায় যা হচ্ছে, তা জাতিসংঘের আইনের পরিপন্থী বলেও অভিযোগ তার।

কংগ্রেসের এই নেতা বলেন, পররাষ্ট্র নীতিকে মোদি সরকার এখন ব্যর্থ। বিশেষ করে বিশ্বের বড় বড় গুরুত্বপূর্ণ সব ইস্যুতে।

সম্পর্কিত