আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলার মধ্যেই এক অদ্ভুত ঘটনা ইসলামাবাদের জন্য বয়ে এনেছে বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি। অনলাইনে ঘুরে বেড়ানো ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, তালেবান যোদ্ধারা দখল করা পাকিস্তানি ট্যাংক প্রদর্শন করছে এবং পালিয়ে যাওয়া পাকিস্তানি সেনাদের প্যান্ট ঝুলিয়ে রেখেছে। সীমান্ত সংঘর্ষের এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা হচ্ছে।
ভিডিওর পোস্টে দেখা যায়, ‘৯৩,০০০’ হ্যাশট্যাগটি, যা দ্রুত ট্রেন্ড হতে শুরু করেছে। এটি স্মরণ করিয়ে দেয় ১৯৭১ সালের সেই আত্মসমর্পণের ঘটনাকে, যখন ৯৩,০০০ পাকিস্তানি সেনা বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল।
এই ট্রেন্ডটি শুরু হয় এক সপ্তাহব্যাপী আফগানিস্তান-পাকিস্তান তীব্র সংঘর্ষের পর। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো, বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নিরাপদ আশ্রয় পাচ্ছে। এই অভিযোগের জেরে দুই সপ্তাহ আগে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। জবাবে আফগান বাহিনী সীমান্ত এলাকায় পাক সেনাদের ওপর হামলা চালায়, যা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে দুই পক্ষের বহু মানুষ নিহত ও শতাধিক আহত হয়। তালেবান দাবি করেছে, তারা ৬০-এর বেশি পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং ২০টি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে।
‘৯৩,০০০ প্যান্টস সেরিমনি ২.০’: ১৯৭১ সালের যুদ্ধের যোগসূত্র
আফগানিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা এই ঘটনাকে মজার ছলে নাম দিয়েছে ‘৯৩,০০০ প্যান্টস সেরিমনি ২.০’। তারা সাম্প্রতিক আফগানিস্তান-পাকিস্তান সংঘাতের পর যুদ্ধবিরতির ঘোষণাকে ১৯৭১ সালের সেই পরাজয়ের সঙ্গে তুলনা করছে, যখন পাকিস্তানকে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল। কারণ এই পরাজয় দেশটির ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষ করে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে ১৯৭১ সালের সেই ঐতিহাসিক ছবিতে, যেখানে পাকিস্তানি জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সামনে আত্মসমর্পণের দলিলে সই করছেন। আফগান অ্যাক্টিভিস্ট ও বিশ্লেষকরা সাম্প্রতিক ঘটনাকে প্রতীকী ‘আত্মসমর্পণ’ হিসেবে ব্যঙ্গ করেছেন।
কাবুলের অ্যাক্টিভিস্ট ফজল আফগান এক্সে লিখেছেন, ‘১৯৭১: ভারতীয়দের কাছে আত্মসমর্পণ। ২০২৫: আফগানদের কাছে আত্মসমর্পণ। অনেক সময় পেরিয়েছে, কিন্তু টিম ৯৩০০০-র কিছুই বদলায়নি।’ তিনি আরও যোগ করেন, ‘হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু একদিন আফগানিস্তান ৯৩,০০০-র রেকর্ড ভেঙে দেবে।’
আফগান সাংবাদিক ওয়াকিল মুবারিজ টুইট করেন, ‘আজ ছিল ৯৩,০০০ প্যান্টস সেরিমনি ২.০-এর দিন।’ ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কানওয়াল জিত সিং ধিলন মন্তব্য করেন, ‘৯৩,০০০ সবসময়ই এক বিশেষ সংখ্যা।’
তথ্যসূত্র: ফ্রি প্রেস জার্নাল