পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাত, আটক ১

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাত, আটক ১
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার বামইল এলাকায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়ির ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সোহাগ মিয়াকে আটক করে পুলিশ।

আজ বুধবার দুপুরে মাতাব্বর গলি এলাকার একটি ভাড়া বাসায় সোহাগ মিয়া এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করেন তার স্ত্রী মোরশেদা আক্তার ও শাশুড়ি সাহিদা বেগমকে।

আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, স্বামী-স্ত্রী দু’ জনই একটি পোশাক কারখানায় কাজ করেন। সংসারে পারিবারিক কলহ দীর্ঘদিনের, আর স্ত্রীকে নিয়ে সন্দেহ থেকেই প্রায়ই ঝগড়া হতো সোহাগের সঙ্গে।

বুধবার দুপুরেও একই বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে মোরশেদাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে সাহিদা বেগমও হামলার শিকার হন।

চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দু’ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। একই সময় হামলাকারী সোহাগকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহাগকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রী পরকীয়ায় জড়িত–এমন সন্দেহ থেকেই তিনি এ হামলা চালান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত