তিন দফা দাবিতে ইসির সামনে ছাত্রদল, নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তিন দফা দাবিতে ইসির সামনে ছাত্রদল, নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার
তিন দফা দাবিতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান, নির্বাচন ভবনের আশপাশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: চরচা

একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তার এবং পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের ভেতরে ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে ইসি।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের এই কর্মসূচি চলাকালে এমন চিত্র দেখা যায়।

নির্বাচন ভবনের সামনে ও আশপাশের এলাকায় শত শত ছাত্রদল নেতাকর্মী অবস্থান নেয়। তারা ইসির নিরাপত্তা বেষ্টনীর বাইরে সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম।

কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেছে ইসি। পুলিশের পাশাপাশি নৌবাহিনী, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নির্বাচন ভবনের সামনে রায়ট কার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং আরও কয়েকটি বিষয়সহ মোট তিন দফা দাবিতে এই ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।

ছাত্রদলের আজকের অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটির সমাধান করতে হবে।

দ্বিতীয় ইস্যু হলো, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হঠকারী-অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

তৃতীয় ইস্যু হলো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসি যে সিদ্ধান্ত নিয়েছিল, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এসব বিতর্কিত ও নজিরবিহীন সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদল এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “আজকের মূল ইস্যু হচ্ছে, আমরা দেখলাম ব্যালট পেপার নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব বিস্তার করে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। আর যারা এখানে (ইসি) বসে আছে, অবশ্যই তাদের প্রত্যক্ষ ইন্ধনে ও প্রত্যক্ষ মদদে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। যদিও তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি।”

রাকিবুল আরও বলেন, “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন এবং হল নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের মতো আবারও আমাদের এখানে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এক্ষেত্রেও তারা (ইসি) ভূমিকা পালন করেছে।”

এসব কর্মকাণ্ড বিশেষ একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলন বলে অভিযোগ করেন ছাত্রদলের এই নেতা।

সম্পর্কিত