ব্যাপক সংঘর্ষের পর এসডিএফের সঙ্গে সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ব্যাপক সংঘর্ষের পর এসডিএফের সঙ্গে সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: আনাদোলু এজেন্সি

কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে সিরিয়া সরকার ও কুর্দি-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। চুক্তি অনুযায়ী, ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার এবং তাদের যোদ্ধাদের সিরীয় সেনাবাহিনীতে একীভূত করা হবে।

ইউফ্রেটিস নদীর তীরবর্তী কৌশলগত এলাকা ও তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়ে সিরীয় সরকারি বাহিনী ও এসডিএফের মধ্যে ব্যাপক সংঘর্ষের মধ্যে স্থানীয় সময় গতকাল রোববার চুক্তি হয়েছে। খবর আল জাজিরার।

দামেস্কে দেওয়া বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, চুক্তির ফলে আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকারের কাছে হস্তান্তর করা হবে, যেগুলো এতদিন এসডিএফের নিয়ন্ত্রণে ছিল। তিনি বলেন, চুক্তির বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট আরব গোত্রগুলোকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, আইএসআইএল (আইএস) সংশ্লিষ্ট বন্দি ও শিবিরগুলোর দায়িত্বে থাকা এসডিএফ প্রশাসন ও নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এর ফলে এসব বন্দিশিবিরের পূর্ণ আইনি ও নিরাপত্তা দায়িত্ব সিরীয় সরকারের হাতে চলে যাবে।

এ ছাড়া কেন্দ্রীয় সরকারের সামরিক, নিরাপত্তা ও বেসামরিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য এসডিএফ একটি প্রস্তাবিত তালিকা দেবে, যাতে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত করা যায়।

যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাকের সঙ্গে দামেস্কে বৈঠকের পর এই ঘোষণা দেন আল-শারা। বৈঠকে এসডিএফ প্রধান মাজলুম আবদির উপস্থিত থাকার কথা থাকলেও আবহাওয়ার কারণে তার সফর এক দিন পিছিয়ে যায়। কুর্দি সংবাদমাধ্যম রুদাও জানিয়েছে, সোমবার তিনি দামেস্ক সফরে গিয়ে প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন বিশেষ দূত টম ব্যারাক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) লেখেন, এটি একটি ‘গুরুত্বপূর্ণ মোড়’, যেখানে বিভাজনের পরিবর্তে অংশীদারিত্বের পথে এগোনো হয়েছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফোনে আল-শারার সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়, সিরিয়ার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি। তুরস্ক দীর্ঘদিন ধরে এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে আসছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতিকে দামেস্ক ও তাদের মিত্র তুরস্কের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। চুক্তি অনুযায়ী, এসডিএফ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সামরিক ও বেসামরিক কর্তৃত্ব ধাপে ধাপে সরকারের হাতে হস্তান্তর করা হবে। পাশাপাশি সব সীমান্ত পারাপার পয়েন্ট এবং তেল ও গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রণও নেবে সিরীয় সরকার।

এর আগে মার্চ মাসে এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে একীভূত করার একটি সমঝোতা হলেও তা বাস্তবায়িত হয়নি।

সম্পর্কিত