চরচা প্রতিবেদক


টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, আইসিসি এমনটা জানিয়ে দিয়েছে। বাংলাদেশ কী করবে, সিদ্ধান্তটা নিতে হবে ২১ জানুয়ারির মধ্যে। অর্থাৎ, বিশ্বকাপে অংশ নেওয়া, না নেওয়া নিয়ে বাংলাদেশের হাতে সময় ৪৮ ঘণ্টা! বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে আইসিসি অন্য একটি দেশকে সুযোগ দেবে।

এক হাতে বাইবেল, অন্য হাতে ডিজে কন্ট্রোলার! লেবাননের বৈরুতে এক জনাকীর্ণ নাইটক্লাবে যখন ইলেকট্রনিক মিউজিকের বিট বাজছিল, তখন মঞ্চে খোদ একজন ক্যাথলিক যাজক। কিন্তু কেন একজন যাজক নাইটক্লাবে পারফর্ম করছেন? এটি কি ধর্মের অবমাননা, নাকি আধুনিক যুগে শান্তির বার্তা ছড়ানোর নতুন মাধ্যম?