ভারতে দুই দিনের সফরে পুতিন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভারতে দুই দিনের সফরে পুতিন
নরেন্দ্র মোদি এবং ভ্লাদেমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার চার বছর পর প্রথমবারের মতো ভারত সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দিনের সফরে জ্বালানি ও প্রতিরক্ষাসহ নানা বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত ও রাশিয়া। পুতিনের সঙ্গে রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও রুশ ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল ভারত সফরে এসেছে।

আগামী ৫ ডিসেম্বর শুক্রবার নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত