চরচা প্রতিবেদক

বিসিবির পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সোচ্চার দেশের ক্রিকেটাররা। এই পরিচালকের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ তারা। কাল রাতেই ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়ে দিয়েছিল বৃহস্পতিবার দুপুরের মধ্যে নাজমুলকে বিসিবি থেকে না সরালে তারা বিপিএলের ম্যাচসহ সব ধরনের ক্রিকেট বর্জন করবে। সে অনুযায়ী প্রথমবারের মতো বিপিএল ম্যাচ বয়কটও করেছেন ক্রিকেটাররা। যদিও বোর্ড নাজমুলকে কারণ–দর্শানোর নোটিশ দিয়েছে, ক্রিকেটারদের কাছে দুঃখও প্রকাশ করেছে। কিন্তু ক্রিকেটাররা ছিলেন অনড়। কেন তারা ম্যাচ বয়কটে গেছেন, সেটি জানিয়ে দুপুরে করেছেন সংবাদ সম্মেলনও। এমন একটা পরিস্থিতিতে নাজমুলকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করছে বিসিবি।
নাজমুল একজন নির্বাচিত পরিচালক। তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কিছু আইনি বিষয় জড়িত। তাই নিজে থেকে সরে না গেলে বিসিবির পক্ষে সরিয়ে দেওয়া কঠিনই। তবে প্রক্রিয়ার অংশ হিসেবে নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে। দুপুরের পর একটি জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বিসিবির গঠনতন্ত্র বলছে, একজন পরিচালক যদি নিজে থেকে সরে না যান, তাহলে তাকে সরানো যাবে না। একজন পরিচালকের পদ শূন্য হয় কয়েকটি ব্যাপারে—তার মৃত্যু হলে, তিনি মানসিক ভারসাম্য হারালে, গুরুতর কোনো অনৈতিক কারণে আর পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে আর নিজে থেকে পদত্যাগ করলে। নাজমুল নিজে পদত্যাগ করলেই শুধু ক্রিকেটারদের দাবি পূরণ করা সম্ভব।

পরিচালক হওয়ার পর তিনি শুধু অর্থ কমিটির দায়িত্বেই আছেন। সেখান থেকেই তাকে সরানো হয়েছে। শোনা যাচ্ছে, ক্রিকেট বোর্ডে তাকে নিষ্ক্রিয় করে ফেলার প্রক্রিয়া চলছে। তিনি যেন সব ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকেন, সে ব্যবস্থাই করা হচ্ছে। একটি ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে এবারই প্রথম বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন এই নাজমুল।
ক্রিকেট অঙ্গনে খুব পরিচিত মুখ নন নাজমুল। নির্দিষ্ট করে বললে, তামিম ইকবালের একটি বক্তব্যের জের ধরে নিজের ফেসবুকে তামিমকে ‘ভারতের দালাল’ বলে প্রথম আলোচনায় আসেন নাজমুল। তার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া হয়। এরপর বিসিবির একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি ক্রিকেটারদের নিয়ে আবারও অসৌজন্যমূলক মন্তব্য করেন।
আজ দুপুরে বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। এর আগে, দুপুর একটায় বিপিএলে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি বয়কট করেন দুই দলের ক্রিকেটাররা। ২০১২ সালে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ বিপিএল চালু হওয়ার পর এটাই প্রথম বয়কট হওয়া ম্যাচ। এদিকে আজ সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচটিও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘‘মাঠে যাব একটাই শর্তে, বিসিবি যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে, তাহলে।”

বিসিবির পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সোচ্চার দেশের ক্রিকেটাররা। এই পরিচালকের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ তারা। কাল রাতেই ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়ে দিয়েছিল বৃহস্পতিবার দুপুরের মধ্যে নাজমুলকে বিসিবি থেকে না সরালে তারা বিপিএলের ম্যাচসহ সব ধরনের ক্রিকেট বর্জন করবে। সে অনুযায়ী প্রথমবারের মতো বিপিএল ম্যাচ বয়কটও করেছেন ক্রিকেটাররা। যদিও বোর্ড নাজমুলকে কারণ–দর্শানোর নোটিশ দিয়েছে, ক্রিকেটারদের কাছে দুঃখও প্রকাশ করেছে। কিন্তু ক্রিকেটাররা ছিলেন অনড়। কেন তারা ম্যাচ বয়কটে গেছেন, সেটি জানিয়ে দুপুরে করেছেন সংবাদ সম্মেলনও। এমন একটা পরিস্থিতিতে নাজমুলকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করছে বিসিবি।
নাজমুল একজন নির্বাচিত পরিচালক। তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কিছু আইনি বিষয় জড়িত। তাই নিজে থেকে সরে না গেলে বিসিবির পক্ষে সরিয়ে দেওয়া কঠিনই। তবে প্রক্রিয়ার অংশ হিসেবে নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে। দুপুরের পর একটি জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বিসিবির গঠনতন্ত্র বলছে, একজন পরিচালক যদি নিজে থেকে সরে না যান, তাহলে তাকে সরানো যাবে না। একজন পরিচালকের পদ শূন্য হয় কয়েকটি ব্যাপারে—তার মৃত্যু হলে, তিনি মানসিক ভারসাম্য হারালে, গুরুতর কোনো অনৈতিক কারণে আর পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে আর নিজে থেকে পদত্যাগ করলে। নাজমুল নিজে পদত্যাগ করলেই শুধু ক্রিকেটারদের দাবি পূরণ করা সম্ভব।

পরিচালক হওয়ার পর তিনি শুধু অর্থ কমিটির দায়িত্বেই আছেন। সেখান থেকেই তাকে সরানো হয়েছে। শোনা যাচ্ছে, ক্রিকেট বোর্ডে তাকে নিষ্ক্রিয় করে ফেলার প্রক্রিয়া চলছে। তিনি যেন সব ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকেন, সে ব্যবস্থাই করা হচ্ছে। একটি ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে এবারই প্রথম বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন এই নাজমুল।
ক্রিকেট অঙ্গনে খুব পরিচিত মুখ নন নাজমুল। নির্দিষ্ট করে বললে, তামিম ইকবালের একটি বক্তব্যের জের ধরে নিজের ফেসবুকে তামিমকে ‘ভারতের দালাল’ বলে প্রথম আলোচনায় আসেন নাজমুল। তার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া হয়। এরপর বিসিবির একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি ক্রিকেটারদের নিয়ে আবারও অসৌজন্যমূলক মন্তব্য করেন।
আজ দুপুরে বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। এর আগে, দুপুর একটায় বিপিএলে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি বয়কট করেন দুই দলের ক্রিকেটাররা। ২০১২ সালে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ বিপিএল চালু হওয়ার পর এটাই প্রথম বয়কট হওয়া ম্যাচ। এদিকে আজ সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচটিও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘‘মাঠে যাব একটাই শর্তে, বিসিবি যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে, তাহলে।”