সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: চরচা

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে সিইসি এ এ এম নাসির উদ্দিনের ভাষণ আজ বিকেল ৪টায় রেকর্ড করা হবে।

এর আগে বেলা ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। দুপুর ২টার দিকে তারা বঙ্গভবন থেকে বের হন। সাংবাদিকরা কথা বলতে চাইলেও তাতে সাড়া দেননি কমিশনের সদস্যরা।

ভোটের আগে সর্বোচ্চ আনুষ্ঠানিকতা হলো তফসিল ঘোষণা, যেখানে ভোটের তারিখসহ যাবতীয় কার্যক্রমের সময়সীমা নির্ধারিত থাকে। আর তফসিলের আগে সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং এরপর জাতির উদ্দেশে সিইসির ভাষণ দেওয়া একটি রীতি হিসেবে পালন করে আসছে ইসি।

সংসদ ভোটের পাশাপাশি একই দিনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) আদেশ-২০২৫’ বাস্তবায়নে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা পেয়েছে ইসি। গণভোটের জন্য প্রণয়ন করা হয়েছে আইন ও বিধি।

এদিকে, আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল।

সম্পর্কিত