তারেক রহমানের জন্য শাহবাগে স্থান পরিবর্তন করল ইনকিলাব মঞ্চ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তারেক রহমানের জন্য শাহবাগে স্থান পরিবর্তন করল ইনকিলাব মঞ্চ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। সেজন্য শাহবাগে জমায়েতের স্থান পরিবর্তন করেছে ইনকিলাব মঞ্চ।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের সঙ্গে যুক্ত করা হয়েছে একটি ছবিও।

পোস্টে বলা হয়েছে, ‘‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শহিদ ওসমান হাদীর কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’’

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দুপুর থেকে শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আজ শনিবার সকালেও তারা শাহবাগে সড়ক অবরোধ করেছিল।

এদিকে, বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, আজ শনিবার বেলা ১১টায় ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি নির্বাচন কমিশনে (ইসি) যাবেন। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সম্পর্কিত