চরচা প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ওসমান হাদির কবর জিয়ারত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।
এর আগে আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান তিনি। তারেক রহমানের আগমনের খবরে শাহবাগ মোড় ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
এরপর তারেক রহমান রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যাবেন। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
এদিকে, আগত জুলাই যোদ্ধাদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল তারেক রহমানের। তবে সেখানে কোনো আহত জুলাই যোদ্ধা না থাকায় সেই কর্মসূচী বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ওসমান হাদির কবর জিয়ারত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।
এর আগে আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান তিনি। তারেক রহমানের আগমনের খবরে শাহবাগ মোড় ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
এরপর তারেক রহমান রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যাবেন। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
এদিকে, আগত জুলাই যোদ্ধাদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল তারেক রহমানের। তবে সেখানে কোনো আহত জুলাই যোদ্ধা না থাকায় সেই কর্মসূচী বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা।