চরচা প্রতিবেদক

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে তাহিয়া আক্তার মিন্নি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত তাহিয়া ঢাকার দক্ষিণখানের আইনুস বাগ এলাকার আব্দুল আউয়ালের মেয়ে। তিনি স্বামী আসিফ আহমেদের সঙ্গে উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
মৃতের বাবা আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে তারা দরজা ভেঙে মিন্নির ঘরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে অভিমানে মিন্নি আত্মহত্যা করতে পারেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে তাহিয়া আক্তার মিন্নি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত তাহিয়া ঢাকার দক্ষিণখানের আইনুস বাগ এলাকার আব্দুল আউয়ালের মেয়ে। তিনি স্বামী আসিফ আহমেদের সঙ্গে উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
মৃতের বাবা আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে তারা দরজা ভেঙে মিন্নির ঘরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে অভিমানে মিন্নি আত্মহত্যা করতে পারেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা।