মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ আটক ২২

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ আটক ২২
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে অবৈধভাবে ১৫০০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিন চালিত বোট এবং ২২ জন চোরাকারবারিকে আটক। ছবি: আইএসপিআর

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে অবৈধভাবে ১৫০০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিন চালিত বোট এবং ২২ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে নিয়মিত টহল চলাকালে এই অভিযান চালানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের সমুদ্র এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যশা’ সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত বোটকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে। নৌবাহিনীর জাহাজ কাছে গেলে বোট দুটি পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ও ‘মা বাবার দোয়া-১০’নামের বোট দুটি আটক করা হয়।

বোট তল্লাশি করে ১৫০০ বস্তা বাংলাদেশি সিমেন্ট উদ্ধার করা হয়, যা মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে আইএসপিআর। একই সঙ্গে চোরাকারবারি দলের ২২ জন সদস্যকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত