চরচা ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য আমেরিকান নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হতে পারে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
জেলেনস্কির দাবি, প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন। শতভাগ প্রস্তুত করাই কিয়েভেরে লক্ষ্য। তিনি জানান, নতুন বছরের আগেই উচ্চপর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
তবে শুক্রবার প্রকাশিত পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি অনুমোদন না দেওয়া পর্যন্ত তার কাছে কিছুই নেই। দেখা যাক সে কী নিয়ে এসেছে।”
জেলেনস্কি অ্যাক্সিওসকে জানান, ১৫ বছরের একটি নিরাপত্তা নিশ্চয়তা চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা নবায়নযোগ্য হতে পারে। কিন্তু কিয়েভ আরও দীর্ঘমেয়াদি চুক্তি চায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সফরের সময় কোনো চুক্তি স্বাক্ষর হবে কি না এ বিষয়ে তিনি এখনই কিছু বলতে প্রস্তুত নন।
এদিকে বৈঠক ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। সেইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও শিগগিরই বৈঠকের ইঙ্গিত দেন তিনি।
বিবিসি বলছে, শান্তি আলোচনায় ভূখণ্ডগত বিষয়গুলো এখনো বড় বাধা হয়ে আছে। ২০ দফা পরিকল্পনায় ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে একটি অসামরিক অঞ্চল তৈরির প্রস্তাব রয়েছে।
তবে জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আলোচনায় ‘ধীর কিন্তু স্থির অগ্রগতির’ কথা বললেও দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য আমেরিকান নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হতে পারে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
জেলেনস্কির দাবি, প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন। শতভাগ প্রস্তুত করাই কিয়েভেরে লক্ষ্য। তিনি জানান, নতুন বছরের আগেই উচ্চপর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
তবে শুক্রবার প্রকাশিত পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি অনুমোদন না দেওয়া পর্যন্ত তার কাছে কিছুই নেই। দেখা যাক সে কী নিয়ে এসেছে।”
জেলেনস্কি অ্যাক্সিওসকে জানান, ১৫ বছরের একটি নিরাপত্তা নিশ্চয়তা চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা নবায়নযোগ্য হতে পারে। কিন্তু কিয়েভ আরও দীর্ঘমেয়াদি চুক্তি চায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সফরের সময় কোনো চুক্তি স্বাক্ষর হবে কি না এ বিষয়ে তিনি এখনই কিছু বলতে প্রস্তুত নন।
এদিকে বৈঠক ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। সেইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও শিগগিরই বৈঠকের ইঙ্গিত দেন তিনি।
বিবিসি বলছে, শান্তি আলোচনায় ভূখণ্ডগত বিষয়গুলো এখনো বড় বাধা হয়ে আছে। ২০ দফা পরিকল্পনায় ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে একটি অসামরিক অঞ্চল তৈরির প্রস্তাব রয়েছে।
তবে জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আলোচনায় ‘ধীর কিন্তু স্থির অগ্রগতির’ কথা বললেও দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া।