রাজশাহীতে নলকূপের গর্তে দুই বছরের শিশু, উদ্ধার চলছে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজশাহীতে নলকূপের গর্তে দুই বছরের শিশু, উদ্ধার চলছে
রাজশাহীতে নলকূপের গর্তে পড়েছে দুই বছরের শিশু, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চলছে। ছবি: চরচা

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খোঁড়া প্রায় ৩০ ফুট গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু।

আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটার পরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

শিশুটির নাম মো. সাজিদ (২), বাবার নাম রাকিব। স্থানীয় সূত্র জানায়, বাড়ির উঠানে খেলা করার সময় অসাবধানতাবশত শিশু সাজিদ হঠাৎ করেই প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে যায়। পড়ে কান্নার শব্দ শুনলে স্থানীয়রা ছুটে আসেন।

খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গর্তটি সরু ও গভীর হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

তারা আরও জানায়, শিশুটিকে উদ্ধারে সময় লাগতে পারে। তবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন।

সম্পর্কিত