চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল থাকলেও চট্টগ্রাম-২ এ বাতিল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল থাকলেও চট্টগ্রাম-২ এ বাতিল
লোগো

ঋণখেলাপ সংক্রান্ত আপিল শুনানিতে চট্টগ্রামের দুই সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল আছে, তবে চট্টগ্রাম-২ আসনে দলটির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আজ রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পৃথক আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয় কমিশন।

ইসি সূত্র জানায়, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংক আপিল করেছিল। শুনানি শেষে কমিশন এসব আপিল খারিজ করে তার প্রার্থিতা বহাল রাখে।

ইসির পর্যবেক্ষণে উঠে আসে, আসলাম ট্রাস্ট ব্যাংকের ঋণগ্রহীতা হলেও অন্য দুটি ব্যাংকের কেবল জামিনদার ছিলেন তিনি, যা প্রার্থিতা বাতিলের জন্য যথেষ্ট নয়।

অন্যদিকে, চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে করা আপিল গ্রহণ করে কমিশন তার মনোনয়ন বাতিল করে। একই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন এ আপিল করেন। শুনানি শেষে কমিশন সারোয়ারের মনোনয়ন বাতিলের আদেশ দেয়।

এর আগে রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাকে আগামী নির্বাচনের প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ইলেক্টোরাল আপিল ট্রাইব্যুনাল হিসেবে কার্যক্রম চালাচ্ছে।

সম্পর্কিত