১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করল আমেরিকা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করল আমেরিকা
আমেরিকার স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি। ছবি: রয়টার্স

বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন অস্থায়ীভাবে স্থগিত করেছে। ট্রাম্প প্রশাসন বলছে, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যে দেশগুলোর নাগরিকেরা আগেই আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, নতুন সিদ্ধান্তে তাদের ওপর আরও কড়াকড়ি আরোপ হলো, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অঙ্গীকারেরই অংশ। তালিকায় আফগানিস্তান, সোমালিয়া, ইরান, লিবিয়া, সুদানসহ বেশ কয়েকটি দেশ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় আফগানিস্তানের এক নাগরিক জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। হামলায় একজন গার্ড সদস্য নিহত এবং আরেকজন আহত হন। এই ঘটনার পর নিরাপত্তাজনিত উদ্বেগ আরও বেড়েছে বলে জানায় প্রশাসন।

সম্প্রতি ট্রাম্প সোমালি অভিবাসীদের নিয়েও কড়া বক্তব্য দিয়েছেন এবং আমেরিকায় তাদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতি প্রয়োগে তিনি আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন।

এবার অবৈধ অভিবাসন নয়, বৈধ অভিবাসন ব্যবস্থাতেও পরিবর্তন আনার দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সীমাবদ্ধতা প্রয়োজন, আর এর পেছনে আগের প্রশাসন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে দায়ী করা হচ্ছে।

নতুন নীতিতে উল্লেখিত ১৯ দেশের মধ্যে রয়েছে—আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন যাদের ওপর জুনে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাও রয়েছে, যারা আগে আংশিক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।

নতুন নির্দেশনায় এসব দেশের সব আবেদন স্থগিত রেখে প্রতিটি আবেদনকারীর ওপর পূর্ণাঙ্গ পুনঃপর্যালোচনা করতে বলা হয়েছে। প্রয়োজনে সাক্ষাৎকার বা পুনঃসাক্ষাৎকার নেওয়া হবে, যাতে নিরাপত্তা ঝুঁকি আরও ভালোভাবে নিরূপণ করা যায়। আমেরিকার সরকারি নথিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অভিবাসীদের যুক্ত কিছু অপরাধও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

সম্পর্কিত