মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল ২০২৬ সালের জুন পর্যন্ত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল ২০২৬ সালের জুন পর্যন্ত
মেট্রোরেল। ছবি: ডিএমটিসিএলের ওয়েবসাইট থেকে নেওয়া

মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোরেলকে দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে আরও জনপ্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। তবে রাজধানীর যানজট কমানো এবং নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বিবেচনা করে সরকার আরও ছয় মাসের জন্য কর ছাড় বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, মেট্রোরেল টেকসই ও সাশ্রয়ী গণপরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পর্কিত