চরচা প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বর্জন করেছেন ক্রিকেটাররা। তারা নিজেদের দাবিতে অনড় থাকায় বিপিএলই স্থগিত করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলও ভাবছিল তেমন কিছুই। তবে রাতেই বিসিবির সঙ্গে এক বৈঠকের পর ক্রিকেটাররা বিপিএলে ফেরার সিদ্ধান্ত নেন। ফলে আজ শুক্রবার থেকেই আবার শুরু হবে বিপিএলের খেলা।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বোর্ডের অন্যতম পরিচালক ইফতেখার রহমান বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে শুক্রবার থেকে বিপিএল শুরু হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেখানে বৃহস্পতিবার খেলা না হওয়ায় দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন মিঠুন।
বৃহস্পতিবার রাতে প্রথমে বিসিবি বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসেছিল। এরপর ক্রিকেটারদের সঙ্গে বসে তারা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে ছিল প্রথম ম্যাচ। সন্ধ্যায় ছিল রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ। এ ম্যাচ দুটি বডিলি শিফট হয়ে শুক্রবার একই সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবারের ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচ সরে গিয়ে হবে রোববার ১৮ জানুয়ারি।
এ ছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে।
ইফতেখার রহমান বলেছেন, ‘ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই বিপিএল শুরুর ব্যাপারে সবাই একমত হয়েছি আমরা।’
তিনি বলেছেন, “নাজমুল ইসলাম আমাদের ফোন ধরছেন না। তবে তাকে ক্রিকেটের সব কার্যক্রম থেকে সরানো হয়েছে। একজন পরিচালক যদি নিজে থেকে না চান, বোর্ড তাকে সরাতে পারে না। ক্রিকেটারদের বিরুদ্ধে বিরূপ ও বিতর্কিত মন্তব্য করায় তাকে যে বোর্ড থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেই জবাব তাকে ৪৮ ঘণ্টার মধ্যেই দিতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে চলবে অন্যান্য প্রক্রিয়া।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বর্জন করেছেন ক্রিকেটাররা। তারা নিজেদের দাবিতে অনড় থাকায় বিপিএলই স্থগিত করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলও ভাবছিল তেমন কিছুই। তবে রাতেই বিসিবির সঙ্গে এক বৈঠকের পর ক্রিকেটাররা বিপিএলে ফেরার সিদ্ধান্ত নেন। ফলে আজ শুক্রবার থেকেই আবার শুরু হবে বিপিএলের খেলা।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বোর্ডের অন্যতম পরিচালক ইফতেখার রহমান বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে শুক্রবার থেকে বিপিএল শুরু হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেখানে বৃহস্পতিবার খেলা না হওয়ায় দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন মিঠুন।
বৃহস্পতিবার রাতে প্রথমে বিসিবি বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসেছিল। এরপর ক্রিকেটারদের সঙ্গে বসে তারা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে ছিল প্রথম ম্যাচ। সন্ধ্যায় ছিল রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ। এ ম্যাচ দুটি বডিলি শিফট হয়ে শুক্রবার একই সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবারের ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচ সরে গিয়ে হবে রোববার ১৮ জানুয়ারি।
এ ছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে।
ইফতেখার রহমান বলেছেন, ‘ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই বিপিএল শুরুর ব্যাপারে সবাই একমত হয়েছি আমরা।’
তিনি বলেছেন, “নাজমুল ইসলাম আমাদের ফোন ধরছেন না। তবে তাকে ক্রিকেটের সব কার্যক্রম থেকে সরানো হয়েছে। একজন পরিচালক যদি নিজে থেকে না চান, বোর্ড তাকে সরাতে পারে না। ক্রিকেটারদের বিরুদ্ধে বিরূপ ও বিতর্কিত মন্তব্য করায় তাকে যে বোর্ড থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেই জবাব তাকে ৪৮ ঘণ্টার মধ্যেই দিতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে চলবে অন্যান্য প্রক্রিয়া।”