হাদির অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাদির অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভেতর ও আশপাশে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: চরচা

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথায় একটি গুলি রয়ে যাওয়ায় এখন তার অস্ত্রোপচার চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভেতর ও আশপাশে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব কখা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘’হাদির মাথার ভেতরে গুলি রয়েছে। সিটি স্ক্যানের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে নিউরোসার্জনরা তার অস্ত্রোপচার চালাচ্ছেন।‘’

এর আগে বিকেল পাঁচটার দিকে তাকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য, গুলিটি মাথার সংবেদনশীল স্থানে থাকায় সার্জারি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

হাদির সহকর্মী মিসবাহ জানান, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার বাম কানের নিচে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

হাদিকে হাসপাতালে আনার পর থেকেই জরুরি বিভাগের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাকে দেখতে হাসপাতালে আসেন। বিকেল চারটার দিকে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢামেক প্রাঙ্গণ ও আশপাশে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে হাদির সমর্থকরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

সম্পর্কিত