খালেদা জিয়ার জন্য ইউকে থেকে চিকিৎসক আসছে, গুজবে কান দেবেন না: জাহিদ হোসেন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
‘খালেদা জিয়ার জন্য ইউকে থেকে চিকিৎসক আসছে, গুজবে কান দেবেন না’
ড. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে পরিবার ও দলের পক্ষ অনুরোধ জানানো হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ অনুরোধের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি ব্রিফ করব। আর দলের অন্য বিষয় নিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলবেন। এর বাইরে কারও ব্রিফিংয়ে কান না দেওয়ার অনুরোধ করছি।”

তিনি বলেন, “গুজবে কান না দেওয়ার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করছি।”

জাহিদ বলেন, “বিভিন্ন জায়গায় নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করছি-এসব গুজবে কান দেবেন না। দলের পক্ষ থেকেও স্পষ্ট নির্দেশ আছে, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত অফিসিয়াল ব্রিফিং কেবল আমার কাছ থেকেই দেওয়া হবে।”

বিএনপি চেয়ারপরসনকে বিদেশে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, “আজকে ইউকে (যুক্তরাজ্য) থেকে বিশেষজ্ঞরা আসবেন। তারা দেখবেন। দেখে যদি ট্রান্সফার করার প্রয়োজন বোধ করেন এবং রোগীর যদি সে কন্ডিশন থাকে তবে নেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি আছে। যথাসময়ে বিদেশে নেওয়া হবে।”

তিনি বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কিছু করা যাবে না।”

দেশবাসীকে খালেদা জিয়ার জন্য দোয়া করার অনুরোধ করেন জাহিদ হোসেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, “সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা ধৈর্য ধরুন, দীর্ঘ ছয়বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাতেও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে…আমরা আবারো আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আজকে দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত; সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই।”

তিনি বলেন, “দেশবাসীর কাছের তার সুস্থতার জন্য দোয়া চাই। হয়তো আপনাদের দোয়ার কারণেই তিনি সুস্থ হয়ে উঠবেন। দেশনেত্রী খালেদা জিয়া আজও দেশের মানুষের ভালোবাসার প্রতীক। এই সংকটময় সময়ে গুজব পরিহার করে সবার সহযোগিতা প্রয়োজন।”

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক ভুগছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটময়’।

গতকাল সোমবার খালেদা জিয়ার অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এরপরই দলের পক্ষ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার অনুরোধ জানানো হয়।

সম্পর্কিত