চরচা ডেস্ক

মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় অঞ্চলে নৌযানে হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। এসব নৌযান ভেনেজুয়েলার বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। এবার একই অভিযোগে কারাকাসে খুব শিগগিরই স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দেয়।
মাদক পাচারকারীদের ‘খারাপ লোক’ বলে অভিহিত করে তিনি বলেন, “আমরা খুব শিগগিরই স্থলভাগেও হামলা শুরু করব। আমরা জানি খারাপ লোকগুলো কোথায় থাকে। সবই জানা আছে। খুব শিগগির হামলা শুরু হবে।”
গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে ২০টির বেশি নৌযানে হামলা চালিয়েছে আমেরিকা। এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এসব ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে স্থল অভিযানের হুমকি দিলেন ট্রাম্প।

মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় অঞ্চলে নৌযানে হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। এসব নৌযান ভেনেজুয়েলার বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। এবার একই অভিযোগে কারাকাসে খুব শিগগিরই স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দেয়।
মাদক পাচারকারীদের ‘খারাপ লোক’ বলে অভিহিত করে তিনি বলেন, “আমরা খুব শিগগিরই স্থলভাগেও হামলা শুরু করব। আমরা জানি খারাপ লোকগুলো কোথায় থাকে। সবই জানা আছে। খুব শিগগির হামলা শুরু হবে।”
গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে ২০টির বেশি নৌযানে হামলা চালিয়েছে আমেরিকা। এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এসব ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে স্থল অভিযানের হুমকি দিলেন ট্রাম্প।