অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচনের বাইরে যেতে চাই না: নজরুল ইসলাম খান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচনের বাইরে যেতে চাই না: নজরুল ইসলাম খান
সিইসির সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের ব্রিফ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: চরচা

অনিবার্য পরিস্থিতি ছাড়া বিএনপি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে যেতে চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিকেল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যায় বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, “আমরা আজকেও আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি। অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন, অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না।”

নজরুল ইসলাম খান বলেন, “আমরা তো বরাবর যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছি। আজকে থেকে না এখন থেকে ১৪ থেকে ১৫ বছর আগে থেকে। নির্বাচন জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব কে পাবে তাদের এই অধিকার বিলম্বিত হোক এটা আমরা চাই না।”

নজরুল ইসলাম বলেন, “আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক। যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী এবং সে কারণে তফসিল ঘোষণা করার কথা। এটা যদি বিলম্বিত করার কথা বলি, তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে।”

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, “কোনো সংকট নেই। আবার এটা নিয়ে আলোচনারও কিছু আছে বলে মনে করি না। উনি তো বাংলাদেশের নাগরিক একজন। উনি এসে পড়বেন। নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই।”

ভোট গ্রহণের সময় বাড়ানো ও পোলিং বুথের সংখ্যা বাড়াতে ইসির প্রতি দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, “এবার যে ভোটটা হচ্ছে সেখানে দুইটা ব্যালট। একটা সংসদ নির্বাচনের। আরেকটা গণভোটের। যেখানে একটা ব্যালটে ভোট দিতে যথেষ্ট সময় লাগে সেখানে দুই ব্যালটে ভোট দিতে আরও বেশি সময় লাগবে। আমরা চাই সব ভোটার যেন ভোট দিতে পারেন।”

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া চান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, “আমরা আশা করি উনি (খালেদা জিয়া) দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। এটাই বিবেচনা রেখে আমরা আজ প্রার্থী ঘোষণা করেছি।”

নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। বৈঠকে সিইসি ছাড়াও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত