জাতীয় পার্টির নেতা আনিসুলের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জাতীয় পার্টির নেতা আনিসুলের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
প্রতীকী ছবি। ছবি: পেক্সেলস

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে শতাধিক লোক এ হামলা-ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।

তবে ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদসহ পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। বাড়িতে দুজন গৃহপরিচারিকা ছিলেন।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়, আগুনে বাড়ির গ্যারেজে রক্ষিত ব্যারিস্টার আনিসুলের চাচা আকবর হায়দার চৌধুরীর ব্যাক্তিগত গাড়িটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ব্যারিস্টার আনিসের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক লোক পৌনে ১২টার দিকে এসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় ১৫ মিনিটের মতো তারা তাণ্ডব চালায়। তবে হামলাকারীরা জিনিসপত্র লুট করেনি বলে জানিয়েছেন গৃহপরিচারিকারা।

বাড়ির গৃহপরিচারিকা রোকেয়া বেগম বলেন, শতাধিক লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত