ইসরায়েলের পক্ষে গোয়েন্দা কার্যক্রম এবং বিরোধী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা ‘মিজান’ এই তথ্য জানিয়েছে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস সোশ্যাল মিডিয়া এক্সের এক পোস্টে জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকিল কেশাভার্জ। ২৭ বছর বয়সী এই তরুণ একজন স্থাপত্যবিদ্যার ছাত্র ছিলেন। আকিলের মৃত্যুদণ্ড স্থানীয় সময় শনিবার কার্যকর করা হয়।
আকিল কেশাভার্জের ওপর প্রচণ্ড নির্যাতন চালিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছিল এবং তার ভিত্তিতেই এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান হিউম্যান রাইটস।
ইরান অভিযোগ করেছে, ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-কে সাহায্য করছিলেন এবং ইরানের ভেতরে বিভিন্ন অভিযানে সহায়তা করেছেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। চলতি বছরের জুন মাস থেকে এই সংঘাত যুদ্ধে রূপ নেয়। ইসরায়েল যখন ইরানের ভেতরে প্রবেশ করে বিভিন্ন হামলা চালায়, তখন থেকেই ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার হার অনেক বাড়িয়ে দিয়েছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে চলতি বছর ইরানে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।