ঢাকা-১৭ আসনেও প্রার্থী হলেন তারেক রহমান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢাকা-১৭ আসনেও প্রার্থী হলেন তারেক রহমান
তারেক রহমান। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বগুড়া-৬ আসনের সঙ্গে ঢাকা-১৭ আসনেও বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন তারেক রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ঢাকা-১৭ আসনের মনোনয়ন সংগ্রহের খবরটি নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তারেক রহমানের ঢাকা-১৭ আসনে নির্বাচন করার বিষয়টি চরচাকে নিশ্চিত করেছেন।

মূলত বগুড়া-৬ আসন থেকেই তারেক রহমান নির্বাচন করতে চেয়েছিলেন। তবে দেশে ফেরার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। এজন্য ঢাকা-১৭ আসনে ভোটার হতে নির্বাচন কমিশনে আবেদন করেন তারেক।

সম্পর্কিত